শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে জেলা পৌর শহরের শিতলাখোলা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শহরের শিতলাখোলা এলাকার এজিএম মহিউদ্দিন খোকনের বাসা ভাড়া নেয় জামায়াতের এক নেতা।
সেখানে নাশকতার পরিকল্পনায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, পৌর জামায়াতের আমীর আব্দুল হাইসহ ১৬ জনকে আটক করে সদর থানা পুলিশের একটি দল।
পরে ওই বাসার মালিক ও জনতা ব্যাংকের সাবেক এজিএম মহিউদ্দিন খোকনকেও আটক করে পুলিশ।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতারা বৈঠকের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।
ওই মামালায় আটক গ্রেফতার দেখিয়ে জামায়াত নেতাদের আদালতে পাঠানো হচ্ছে বলেও জানান এম এম মাহমুদ হাসান।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমএস/ওএইচ/