জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে মসজিদ মার্কেটে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। এছাড়া আরও ১০/১২টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় তিন কোটি টাকার ওপরে ক্ষয়-ক্ষতির হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেজানা গেছে।
স্থানীয় সানন্দবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক বসরত আলী বাংলানিউজকে এ তথ্য জানান।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।