শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
শাহিন সদরের কাইলাটি ইউনিয়নের চল্লিশা কান্দা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরু মিয়ার ছেলে।
খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই যুবকের পরিবারের বরাত দিয়ে সার্কেল অফিসার জুয়েল বাংলানিউজকে জানান, শাহিন মৃগী রোগী ছিলেন। অসুস্থতার কারণে তিনি ভ্যান চালানো ছেড়ে দেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল (আসহা) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি