ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
নেত্রকোনায় যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনা: নেত্রকোনা শহরের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ফার্মের ধান ক্ষেতের আল থেকে শাহিন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

শাহিন সদরের কাইলাটি ইউনিয়নের চল্লিশা কান্দা গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরু মিয়ার ছেলে।

পেশায় তিনি বেকারির একজন ভ্যান চালক ছিলেন।

খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই যুবকের পরিবারের বরাত দিয়ে সার্কেল অফিসার জুয়েল  বাংলানিউজকে জানান, শাহিন মৃগী রোগী ছিলেন। অসুস্থতার কারণে তিনি ভ্যান চালানো ছেড়ে দেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল (আসহা) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।