ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
তেঁতুলিয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালবাহান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

সাদিয়া জুগিগছ এলাকার ইসরাফিল ইসলামের মেয়ে। সে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

জানা যায়, দুপুরে সাদিয়া দোকানদার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হচ্ছিল। এ সময় মাফি-রাফসান নামে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।