ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রক্তিম (১৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রহনপুর পৌর এলাকার বাবুরঘোনে মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রক্তিম রহনপুর পৌরসভার ইসলাম নগর গ্রামের নাসিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে পূর্ণভবা নদীতে বন্ধুদের সঙ্গে রক্তিম গোসল করতে করতে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তখন বন্ধু ও এলাকার লোকজন তাকে খুঁজে না পেয়ে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।