শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে নীলফামারী-চিলাহাটি রেলপথের পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অনন্ত পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা পলাশবাড়ি এলাকার অনিল চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানায়, দুইবছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ডান পা ভেঙে যায় অনন্তর। এখনো পায়ে রড লাগানো রয়েছে তার। মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। অনন্ত প্রায় প্রতিদিন ভোরে তার বাড়ির কাছে রেললাইনের ধারে বসে থাকতেন। গ্রামের মানুষজন কিছু বোঝার আগেই সকালে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এনটি