ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

উখিয়ায় বাঁশঝাড় থেকে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
উখিয়ায় বাঁশঝাড় থেকে অস্ত্র-গুলি উদ্ধার উদ্ধার অস্ত্র ও পোশাক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গহীন অরণ্য থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসময় কয়েক সেট আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকও উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর।

তিনি বলেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর বড়বিলের পাহগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বাঁশঝাড়ের ভেতর থেকে দেশীয় চারটি আগ্নেয়াস্ত্র, ৬টি রাইফেলের গুলি এবং কয়েক সেট সামরিক বাহিনীর পোশাক সদৃশ পোশাক উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, মূলত বড়বিল এলাকাটি উখিয়া উপজেলায় পড়লেও এটি পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়িলাগোয়া। ধারণা করা হচ্ছে, কোনো পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ এসব অস্ত্র এখানে মজুদ করতে পারে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯ 
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।