শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন কাজিপাড়া এলাকার আশাব উদ্দিনের ছেলে শাকিল (৩০)।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, টঙ্গী থেকে মোটরসাইকেলযোগে পূবাইলের দিকে আসছিলেন শাকিল। এসময় টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাঝুখান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএস/এএ