ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ট্রা‌কের স‌ঙ্গে সংঘ‌র্ষে মোটরসাই‌কেল আ‌রোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
ট্রা‌কের স‌ঙ্গে সংঘ‌র্ষে মোটরসাই‌কেল আ‌রোহীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের পূবাইল থানার মাঝুখান এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে এক মোটরসাই‌কেল আ‌রোহী নিহত হ‌য়েছেন।

শুক্রবার (৬ সে‌প্টেম্বর) রাত সা‌ড়ে ৯টার দি‌কে টঙ্গী-কালীগঞ্জ সড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ব্যক্তি হ‌লেন- গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের পূবাইল থানাধীন কা‌জিপাড়া এলাকার আশাব উ‌দ্দি‌নের ছে‌লে শা‌কিল (৩০)।

পূবাইল থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, টঙ্গী থে‌কে মোটরসাই‌কেলযো‌গে পূবাই‌লের দি‌কে আস‌ছিলেন শা‌কিল। এসময় টঙ্গী-কালীগঞ্জ সড়‌কের মাঝুখান এলাকায় পৌঁছা‌লে বিপ‌রীত দিক থে‌কে আসা এক‌টি ট্রা‌কের স‌ঙ্গে তার মোটরসাই‌কে‌লের সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই শা‌কিল মারা যান।  

খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৭, ২০১৯
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।