ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন করায় মেশিন মালিকের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
অবৈধভাবে বালু উত্তোলন করায় মেশিন মালিকের জেল

লালমনিরহাট: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একরামুল হক (৩৫) নামে এক ড্রেজার মেশিন মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে এ আদেশ দেন আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) জয়শ্রী রানী রায়।

সাজাপ্রাপ্ত মেশিন মালিক একরামুল হক উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের আলী উল্লাহের ছেলে।

আদিতমারী থানা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার নামুড়ি বটতলা এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে মহিষখোচা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শামছুল আলমকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মেশিন মালিক একরামুলকে আটক এবং মেশিনটি জব্দ করা হয়।

পরে রাতে আটক একরামুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি তার দোষ স্বীকার করলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

সাজাপ্রাপ্ত একরামুলকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘন্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।