নিহত শরীফ লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড এলাকার মো. কাশেমের ছেলে।
এ ঘটনার পর নিহত শরীফের সহপাঠী ও লালমোহন পৌর শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘাতক বাস চালককে আটকের দাবিতে বিক্ষোভ করে।
লালমোহন থানার উপ পরিদর্শক (এসআই) মো. ছায়েদুল জানান, শরীফ সকালে প্রাইভেট পড়া শেষ করে বাসায় ফিরছিল। পথে পৌর শহরের মুসলিম হোটেলের সামনে চরফ্যাশন থেকে ছেড়ে আসা গুলজার পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফের মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, ময়না-তদন্তের জন্য নিহত শরীফের মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরএ