শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বাংলানিউজকে জানান, মিয়ানমার থেকে নাফনদীর জাইল্যারদ্বীপ এলাকা দিয়ে ইয়াবার বড় একটি চালান টেকনাফে ঢুকবে, এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ ফেলে নাফনদীতে ঝাঁপ দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসবি/এএটি