শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওই ছাত্রের বাবা মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছে মোমিন।
জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাতে এশার নামাজ পড়তে মোমিন মুনজিতপুর এলাকার ভাড়াবাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। তার পরনে ছিল নীল রঙের জিন্সের প্যান্ট ও লাল হাফ হাতা গেঞ্জি।
তার সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে - ০১৭৩৯-৭৩৩৫৩৩ ও ০১৮৫৭-৯৫৯০৬৮ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআরএস