ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধলাই নদ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ধলাই নদ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদ থেকে লক্ষ্মী নারায়ণ মাদ্রাজী (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই চা-বাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সে একই স্থানে নদের পানিতে নিখোঁজ হয়।


 
নারায়ণ ধলই চা-বাগানের নারী শ্রমিক আছিয়া মাদ্রাজীর ছেলে ও উপজেলার ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র।  

নারায়ণের ছোট ভাই উজ্জল মাদ্রাজী জানায়, দুই ভাই মিলে শুক্রবার দুপুরে ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ এলাকা থেকে ঘাস কাটছিল। একপর্যায়ে হঠাৎ নারায়ণের হাত থেকে দা পড়ে যায় নদের পানিতে। সেসময় দা-টি খুঁজতে নারায়ণ নদে নামলে পানির নিচে তলিয়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিট চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।  সকালে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে নারায়ণের মরদেহ উদ্ধার করে।  

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান সঙ্গাম ওলি বাংলানিউজকে বলেন, আমাদের ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ডুবুরি এনে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।