শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোড়ামারা ব্রিজের সামনে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নবগঙ্গা নদী পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরএ