ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে এক লাখ তালবীজ বপনের কার্যক্রম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
বরিশালে এক লাখ তালবীজ বপনের কার্যক্রম উদ্বোধন

ব‌রিশাল: বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলায় এক লাখ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরিশালের লাকুটিয়া এলাকার বাবুর (জমিদার) বাড়ি সংলগ্ন সড়কের পাশে তালের বীজ বপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।  

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী প্রমুখ।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নদী ভাঙন, বজ্রপাত, ঝড়, জলোচ্ছ্বাস, জলবায়ুর বিরূপ পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তালের বীজ বপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  

জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, উন্নয়ন সহকর্মীদের এ কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে এক লাখ তালের বীজ বপন সফল বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।