শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আইয়ুব জেলার শার্শা উপজেলার নাভারণের বায়সা গ্রামের ইমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে বলেন, দুপুরে মোটরসাইকেলে করে নাভারণের দিকে যাচ্ছিলেন আইয়ুব। পথে বেনেয়ালী এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ইউজি/আরবি/