শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)
নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইয়াসমিন সিরাজগঞ্জ পৌরসভা এলাকার রহমতগঞ্জ গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।
মৃতের ছেলে সুমন বাংলানিউজকে জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (১১ সেপ্টেম্বর) শহরের বেসরকারি নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তার মা (ইয়াসমিন)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নর্থ বেঙ্গল হাসপাতালের মেডিসিনি বিভাগের সহকারী রেজিস্টার ডা. এসএম নাজিম ওয়াহিদ উল্লাহ বাংলানিউজকে বলেন, ইয়াসমিনের রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়েছিল।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত ওই নারী নর্থ বেঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে শুনেছি। তবে তার মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবগত করেনি।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআরএস