শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
এসময় অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলীপ উপস্থিত ছিলেন।
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বাংলানিউজকে জানান, অভিযানে বাসি-পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে রেজলে চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার, বিদেশি পণ্যে আমদানিকরণ স্টিকার না থাকায় ইজি বাজারের ফ্লোর মার্ককে ১৫ হাজার ও মূল্য তালিকা না থাকায় রাজলক্ষ্মী জুয়েলার্সকে দুই হাজারসহ মোট ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআরএস