ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চিত্রায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
চিত্রায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ নৌকাবাইচ। ছবি: বাংলানিউজ

নড়াইল: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী নারী-পুরুষদের নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রথমে অংশ নেন নারীরা।

নারী প্রতিযোগীদের বাইচ শেষ হলে শুরু হয় পুরুষদের প্রতিযোগিতা।  

নড়াইল পুরাতন ফেরিঘাট থেকে শুরু হয়ে জমিদারদের বাঁধাঘাট, এসএম সুলতানের বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার দূরে মাছিমদিয়া এসএম সুলতান চিত্রা ব্রিজে গিয়ে নৌকাবাইচ শেষ হয়।

ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে নারী-পুরুষের উপস্থিতিতে জনস্রোতে পরিণত হয়েছিল চিত্রা নদীর দুই পাড়। শুধু নড়াইল নয় পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের সমাগম ঘটে নৌকাবাইচ দেখতে। এছাড়াও ভারত, জাপান, জার্মান, মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকেও এসেছিল দর্শনার্থীরা।

দর্শকরা জানান, নৌকাবাইচ আমাদের ভাল লাগে তাই প্রতিবছর দেখতে আসি। প্রতিবছর আমরা এ দিনটির জন্য অপেক্ষায় থাকি।  

নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা’র সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক সোহরাব হোসেন বিশ্বাস, সুলতান উৎসবের আয়োজক ও এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

আয়োজকরা জানান, সুলতান সবসময় গ্রামীণ বাংলার সাংস্কৃতিক লালন-পালন করতেন। আর তার সেই আজীবনের লালিত স্বপ্নকে ধরে রাখতেই প্রতিবছর নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনদিন এর পরিসর আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।