শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মতিউর রহমানের নার্সারির সামনে থেকে তাকে আটক করা হয়। সিয়াম উপজেলার সীমান্তবর্তী পাথরেরচর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের সকালে ওই নার্সারির সামনের রাস্তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ সিয়ামকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআরএস