সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে তারা অভিযান শুরু করেন।
তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, ক্লাবটিতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনা করা হয় কিনা, এ বিষয়টি নিশ্চিত হতেই অভিযান চালানো হচ্ছে।
অভিযানে এখন পর্যন্ত ক্লাবটিতে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ পরিচালনার তথ্য পায়নি পুলিশ। ক্লাবটির একটি বৈধ বার রয়েছে। ওই বারে রেজিস্টারের সঙ্গে লিকারের সংখ্যার সামঞ্জস্যতা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে কোনো ধরনের অসামঞ্জস্যতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সূত্র।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এজেডএস/জেডএস