ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পিকআপ ভ্যা‌নের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
সাতক্ষীরায় পিকআপ ভ্যা‌নের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় পিকআপ ভ্যা‌নের ধাক্কায় হযরত আলী (৪৫) না‌মে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দি‌কে সাতক্ষীরা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী সদর উপ‌জেলার আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে।

আহত নজরুল ইসলাম মধুমল্লারডাঙ্গি গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা‌নিউজ‌কে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।