ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কাকরাইলে কাভার্ডভ্যানচাপায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
কাকরাইলে কাভার্ডভ্যানচাপায় নারী নিহত

ঢাকা: রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানচাপায় মাসুদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মাহিম (১০) আহত হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হলের পাশে এ ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, মৃত মাসুদা বেগমের বাড়ি বরিশালের মুলাদী উপজেলার চরলক্ষিপুর গ্রামে।

মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া থাকতেন। সকালে ছেলেকে নিয়ে বরিশাল থেকে লঞ্চ করে ঢাকার সদরঘাট নামেন মাসুদা। সেখান থেকে রিকশায় করে মধুবাগের বাসায় যাওয়ার সময় রাজমনি ক্রসিংয়ে সামনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এতে মাসুদা ও মাহিম রিকশা থেকে ছিটকে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানটি মাসুদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকালেই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর আহত মাহিম বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধ‍ু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান এসআই হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।