ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অ‌ভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
গাজীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অ‌ভিযোগ

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন প‌শ্চিমপাড়া এলাকা থে‌কে সাজেদা (২৯) নামে এক গৃহবধূর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রোববার (১৩ অ‌ক্টোবর) সকা‌লে মর‌দেহ উদ্ধার ক‌রা হয়। সা‌জেদা নর‌সিংদীর ঘোড়াশাল থানার বিআর‌ডি‌সি রোড এলাকার রু‌বেল মিয়া স্ত্রী।

তারা প‌রিবারসহ টঙ্গীর মরকুন পশ্চিমপাড়ার ব‌স্তি‌তে থাক‌তেন।

এদিকে, স্বজনদের দাবি গৃহবধূ সাজেদাকে যৌতুকের টাকার জন্য হত্যা করা হয়েছে।   

টঙ্গী পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) মা‌নিক মাহমুদ বাংলানিউজকে জানান, গৃহবধূর মরদেহ ভ্যানযোগে তাদের গ্রামের বা‌ড়ি নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিলো। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ধারণা করা হচ্ছে রাতে যৌতু‌কের টাকার জন্য রুবেল তার স্ত্রীকে গলায় উড়না পে‌চিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।  

এ ঘটনায় গৃহবধূর স্বামী রুবেলকে (৩২) আটক করা হ‌য়ে‌ছে। বিস্তারিত জানতে তদন্ত ক‌রা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্র‌ক্রিয়া‌ধীন বলেও জানান এসআই মা‌নিক।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।