ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন সিগারেট জব্দ

সিলেট: সিলেট এমএজি ওসমানী আন্তর্তাজিক বিমানবন্দর থেকে ৭৯৮ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৭টায় বিজি-২২৪ বিমানের ফ্লাইটের ৩ যাত্রীর লাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি জব্দ করে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।

গোয়েন্দা সূত্র জানায়, সিগারেটের চালানটি দুবাই আবুদাবি থেকে আনা হয়েছে।

যাদের লাগেজে সিগারেট পাওয়া গেছে তারা হলেন-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আইয়ব আলীর ছেলে ওসমান ফারুক (৩৬), ফেনী জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. রায়হান (২৩), চট্টগ্রামের হাটহাজারির বালুখালি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মামুন (৩৪)।

শুল্ক গোয়েন্দা সূত্র আরও জানায়, তিন যাত্রীর ৬টি লাগেজ তল্লাশি করে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টুন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টুন এবং ১০৪ কার্টুন ‘ইজি’ সিগারেট জব্দ করা হয়। যেখানে মোট ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে।

ওসমানী বিমানবন্দরের কাস্টম সুপার আবদুল মোতালেব বাংলানিউজকে বলেন, যাদের লাগেজ থেকে ‍সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টম আইন প্রযোজ্য না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।