রোববার (১৩ অক্টোবর) সকাল ৭টায় বিজি-২২৪ বিমানের ফ্লাইটের ৩ যাত্রীর লাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি জব্দ করে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।
গোয়েন্দা সূত্র জানায়, সিগারেটের চালানটি দুবাই আবুদাবি থেকে আনা হয়েছে।
শুল্ক গোয়েন্দা সূত্র আরও জানায়, তিন যাত্রীর ৬টি লাগেজ তল্লাশি করে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টুন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টুন এবং ১০৪ কার্টুন ‘ইজি’ সিগারেট জব্দ করা হয়। যেখানে মোট ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে।
ওসমানী বিমানবন্দরের কাস্টম সুপার আবদুল মোতালেব বাংলানিউজকে বলেন, যাদের লাগেজ থেকে সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টম আইন প্রযোজ্য না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এনইউ/ওএইচ/