রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার জয়বাংলা কানফরদীতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে খাদে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কালাম ফকির উপজেলার চরযোশরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।
নিহতের ছেলে লিটন ফকির জানান, শনিবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি তার বাবা। রোববার সকালে স্থানীয়রা মরদেহটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন জানান, কালাম ফকিরের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএ