দিবসটি উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) ভোর থেকে বুদ্ধ পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিস্কার দান, হাজার বাতি দান ও ধর্ম দেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রবারণার আনুষ্ঠানিকতা। এসময় জগতের সব প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করা হয়।
সকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন, বৌদ্ধ মূর্তি স্নান, ফুল-ফল দিয়ে প্রার্থনা করেন। এসময় সাধ্যমত ভান্তেকে ছোয়াইং (খাদ্য) প্রদান করা হয়। তবে একই ধর্মাবলম্বী হলেও অনেকটা ব্যতিক্রমীভাবে মারমা জনগোষ্ঠীর মানুষ ওয়া বা ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করছে। সন্ধ্যায় তারা নদীতে নৌকা ভাসানো, ফানুস উড়িয়ে ও হাজার প্রদীপ জ্বালিয়ে পুজা করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এডি/ওএইচ/