ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
গাজীপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

গাজীপুর: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের চাপুলিয়া টেকপাড়া এলাকায় জাফর হোসেন (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাতে খুন ক‌রে‌ছে দুর্বৃত্তরা। 

রোববার (১৩ অ‌ক্টোবর) সকালে ওই চালকের মর‌দেহ উদ্ধার ক‌রে পুলিশ। জাফর গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল উত্তরপাড়া এলাকার লেহাজ উদ্দিন মুন্সির ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শ‌নিবার (১২ অক্টোবর) রা‌তে জাফর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। প‌রে তি‌নি আর বা‌ড়ি ফে‌রেন‌নি। সকা‌লে নগরের চাপুলিয়া টেকপাড়া এলাকার রাস্তার পাশে মর‌দেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে মর‌দেহ উদ্ধার ক‌রে। খবর পেয়ে নিহতের স্বজনরা মর‌দেহ শনাক্ত করেন। ময়নাতদ‌ন্তের জন্য মর‌দেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। নিহ‌তের শরী‌রের বি‌ভিন্ন স্থা‌নে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অ‌ক্টোবর ১৩, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।