শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে আটরশি মাদ্রাসা ভবন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিকাশ কর্মকার বরিশাল কোতোয়ালি থানার ফকির বাড়ি রোডের মৃত অনিল দাসের ছেলে ও রফিকুজ্জামান ফরিদপুর কোতোয়ালি থানার কোমরপুর এলাকার মৃত খন্দকার আব্দুল জব্বারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রাইভেটকারটি থামিয়ে তাতে তল্লাশি করা হয়। এসময় পেছনের ডালার নিচে কৌশলে রাখা ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে আইনি প্রক্রিয়ার জন্য সদরপুর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএ