রোববার (১৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। জাহিদ রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় থাকতেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লব চৌহান বাংলানিউজকে জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাক জাহিদকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।
তিনি জানান, জাহিদ কামরাঙ্গীরচর এলাকায় থেকে একটি গ্যারেজে কাজ করতেন বলে জানতে পেরেছি।
ধারণা করা হচ্ছে বেরিবাঁধ এলাকায় কাজ শেষে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান এসআই লব চৌহান।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এজেডএস/আরআইএস