রোববার (১৩ অক্টোবর) সকালে জেলা সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের নয়নুবরুজ এলাকায় এ ঘটনা ঘটে। সাফা ঠাকুরগাঁও জেলার ভুল্লিরহাট এলাকার সুমনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সাফা মায়ের সঙ্গে তার নানার বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে খেলার করার সময় সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক আফিফা জান্নাত।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসআরএস