রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে নিয়ামত জামিন আবেদন করে। আদালত তার জামিন আবেদন শুনানির জন্য শিশু আদালতে পাঠায়।
পরে দুপুর ১টার দিকে বরগুনা নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
এদিকে, এ হত্যা মামলায় এখন পর্যন্ত শিশু আসামি নাইম ও বয়স্ক আসামি মুসা পলাতক রয়েছে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের মস্তফা কাদের বাংলানিউজকে জানান, সকালে আদালতে হাজির হয়ে রাকিবুল হাসান নিয়ামত জামিন আবেদন করে। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এনটি