রোববার (১৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলা সদরের ইলিশা এলাকার সুজন (১৮), জাহাঙ্গীর (২০) ও হারুন (৩০)।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের তত্ত্বাবধানে একটি টিম মেঘনা ও তেঁতুলিয়া পয়েন্টে নদীতে অভিযান চালায়। অভিযানে মেঘনার ইলিশা ও তেঁতুলিয়ার ভেদুরিয়া পয়েন্ট থেকে পাঁচ জেলেকে আটক এবং একটি ট্রলারসহ ৫শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিন জনকে এক বছর করে কারাদণ্ড এবং দু’জনকে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করেন বিচারক। এ এনিয়ে পুরো জেলায় গত পাঁচ দিনে ৪২ জনের কারাদণ্ড হলো।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৯-১১ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এসআরএস