রোববার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সভা হয়।
এ উপকমিটির সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সদস্য সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ।
বিদেশে বাংলাদেশ দূতাবাসসমূহ, উপকমিটির কার্যক্রম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন, প্রস্তুতি ত্বরান্বিত করা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক তার অবিস্মরণীয় অবদানের কথা সফলভাবে তুলে ধরার লক্ষ্যে প্রস্তুতি কার্যক্রমের পর্যালোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমইউএম/এমএ