ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ১২ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
গাজীপুরে ১২ ডাকাত গ্রেফতার গ্রেফতার হওয়া ডাকাতরা।

গাজীপুর: গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ১২ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হয়।

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার জানান, শনিবার (১২ অক্টোবর) দিনগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ১২ ডাকাত হলেন-লিটন মিয়া (৩৭), শহিদুল ইসলাম (৩০), সবুজ হোসেন (২৩), তাহাজুল ইসলাম, খোকন মিয়া (৩১), শাকিল মিয়া (১৯), হোসেন আলী (২১), এনামুল (২৫), জুয়েল সরকার (১৯), রাজিব মিয়া (২২), জীবন মিয়া (১৮) ও ইমন (১৬)।

কলিন্দ্র নাথ গোলদার আরও জানান, শনিবার রাতে কোনাবাড়ী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আন্তঃজেলা ৭/৮ জন ডাকাত। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি রামদা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।   গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে গাজীপুরের পোড়াবাড়ি র‌্যাব-১’র কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। পরে ওই এলাকা থেকে ডাকাত শাকিল মিয়া, হোসেন আলী, এনামুল, জুয়েল সরকার, রাজিব মিয়া, জীবন মিয়া ও ইমনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি চাপাতি ও ২টি ছুরি জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।