ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে ট্যানারির পানির ট্যাঙ্কিতে নেমে ২ শ্রমিকের মৃত্যু 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
সাভারে ট্যানারির পানির ট্যাঙ্কিতে নেমে ২ শ্রমিকের মৃত্যু 

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে বিসিক শিল্প এলাকার চামড়া শিল্প নগরীর একটি ট্যানারি কারখানার পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে ট্যানারি শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।

নিহত ট্যানারি শ্রমিক বাপ্পি (২৮) বগুড়া জেলার সান্তাহার তারাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমারত হোসেন জানান, দুপুরে ওই ট্যানারির একটি পানির ট্যাঙ্কি পরিষ্কার করতে নামে এক রাজমিস্ত্রী। পরে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে যায়। পরে তারও কোনো সাড়া পাওয়া না গেলে অন্যরা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।