ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শিশু ধর্ষণ মামলার আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বগুড়ায় শিশু ধর্ষণ মামলার আসামি আটক

বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৩০ অক্টোবর) র‌্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সকালে বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার আসামি আব্দুর রহিমকে (৫০) আটক করা হয়।

রহিম বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ী এলাকার মো. খাজার ছেলে।

র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) রওশন আলী বাংলানিউজকে জানান, আটক রহিম পেশায় একজন ড্রাইভার। চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে গত ৫ অক্টোবর রহিম এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে। এ সময় ওই শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে এ ঘটনা জানাজানি হলে রহিম কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় রহিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

শাজাহানপুর উপজেলার শাবরুল বাজার এলাকায় রহিম আত্মগোপনে আছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
কেইউএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।