ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার (ঢাকা): বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সাড়ে ১২টা বিশমাইল-জিরাবো সড়ক এক ঘণ্টা অবরোধ করে ট্রেন্ডি আউটওয়্যার লি. কারখানার প্রায় ৭শ শ্রমিক। বিক্ষোভরত শ্রমকিদের পুলিশ এসে তাদের সরিয়ে দিলে পরে তারা কারখানার সামনে অবস্থান নেয়।

শ্রমিকরা জানান, সেপ্টেম্বর মাসের বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা তালবাহানা করছে। সেপ্টেম্বর মাসের বেতনের দাবিতে তারা এর আগেও আন্দোলন করেছে। সে সময় কারখানা কর্তৃপক্ষ (২৬ অক্টোবর) শনিবার বেতন পরিশোধ করবে বলে সময় দেয়। শনিবার কারখানায় এলে শ্রমিকরা কারখানার সামনে বন্ধের নোটিশ পায়। পরে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে (২৭ অক্টোবর) দুপুরে বিজিএমইএ ভবন ঘেরাও করে। সেখানে বিজিএমইএ'র সিনিয়র সচিব মনসুর খালেদ শ্রমিকদের বলেন, বুধবারের (৩০ অক্টোবর) মধ্যে যদি মালিকপক্ষ শ্রমিকদের যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে এ বিষয়ে বিজিএমইএ সহায়তা করবে।

শ্রমিকরা আরও জানায়, আজ সকালে শ্রমিকরা কারখানায় এলে আবার সময় চাওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবারের বেতন-ভাতা দেওয়া হবে। শ্রমিকরা এ ঘোষণা শুনে বিশমাইল-জিরাবো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

কারখানাটির কাটিং বিভাগের শ্রমিক হজরত আলী বলেন, বেতন-ভাতার জন্য কারখানার মালিক আমাদের আর কত ঘোরাবে। আজ কত দিন যাবৎ এ সমস্যা থাকবে। আমাদের না খেয়ে মরে যাওয়ার অবস্থা। বেতনের জন্য আমরা প্রথমে কারখানা কর্তৃপক্ষকে জানাই, তারা কিছু না করলে বিজিএমইএ -কে যানানো হয়। বিজিএমইএ সময় দিলো সেই সময়ের মধ্যেও আমাদের বেতন হলো না। আজ বেতন না পাওয়া পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরছি না।

এ বিষয়ে শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা মালিকের সঙ্গে কথা বলেছি। আগামীকাল সব শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ জানিয়েছেন। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।