ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিএসএফ’র ৬ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বিএসএফ’র ৬ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে

বেনাপোল (যশোর): বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিএসএফ’র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন। বিজিবি-বিএসএফ’র মধ্যে যৌথ সম্মেলনটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে অনুষ্ঠিত হবে।

বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে আসলে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বিএসএফ’র ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন- আইজি ইয়াগেশ বাহাদুর ক্ষুরানি। বিজিবির পক্ষে ৬ সদস্যের প্রতিনিধিত্ব করছেন- যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খাঁন।

৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পাবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।