ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞার ২১ দিন: সিরাজগঞ্জে ২৬১ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
নিষেধাজ্ঞার ২১ দিন: সিরাজগঞ্জে ২৬১ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জ: প্রজনন মৌসুমে ইলিশ নিধন বিরোধী অভিযানে সিরাজগঞ্জে ২১ দিনে ২৬১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ২০ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার ৫২৮ কেজি ইলিশ জব্দ করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলী বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান গত ৯ অক্টোবর থেকে শুরু হয়।

জেলার যমুনা নদী অধ্যুষিত কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় এসব অভিযান চালায় মৎস্য বিভাগ।

গত ২১ দিনে ১৬৯টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালানো হয় ৬৪টি। এসব অভিযানে ২৬১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৬৮ হাজার টাকা। ইলিশ উদ্ধার হয়েছে ১ হাজার ৫২৮ কেজি। ২০ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।