সিলেট: সিলেটের খ্যাতনামা মুরারিচাঁদ কলেজের (এমসি কলেজে) সাবেক অধ্যক্ষ ও গণিত বিভাগের প্রধান প্রফেসর ধীরেশ চন্দ্র সরকার ও সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিলেট) মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (৩০ অক্টোবর) এক শোক বার্তায় মেয়র বলেন, অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকার ও অ্যাডভোকেট দেবাশীষ সেন ব্যক্তিজীবনে অত্যন্ত সদালাপী ও মিশুক ছিলেন। পরোপকারী এই দুই গুণী ব্যক্তির মৃত্যুতে সিলেটসহ দেশবাসীর অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী এ দুই গুণী ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এনইউ/এবি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।