ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপনগরে বিস্ফোরণ: আরও দুই শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
রূপনগরে বিস্ফোরণ: আরও দুই শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চোখ হারানো শিশু নিহাদের (৮) মৃত্যু হয়েছে। এছাড়া একই ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শিশু রিয়ারও।

বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু নিহাদের।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় শরু মিয়ার ছেলে নিহাদ।

রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ১২ নম্বর রোডে পরিবারের সঙ্গে থাকতো সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

নিহত নিহাদের মামা আনিস মিয়া বাংলানিউজকে জানান, ঢামেকের আইসিইউর ২২ নম্বর বেডে ভর্তি ছিল নিহাদ। বিস্ফোরণের ঘটনায় তার চোখে আঘাত লেগেছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়েছে। স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়তো সে। চার ভাই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

অন্যদিকে বুধবার দিনগত রাতেই পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু রিয়ার।

রিয়াও পরিবারের সঙ্গে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় থাকতো।

রিয়ার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

এর আগে বুধবার বিকেলে রূপনগর আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। সেসময় চোখ হারায় শিশু নিহাদ। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই রাতে পঙ্গু হাসপাতালে মৃত্যু হয় শিশু রিয়ার।   বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে প্রাণ হারালো সাত শিশু।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯/আপডেট: ১০২৫ ঘণ্টা
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।