বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশলা মিলনায়তনে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের অষ্টম বর্ষপূর্তি ও তৃতীয় কেন্দ্রীয় সম্মেলনে নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ।
এ সময় প্রতিমন্ত্রী কে এম খালেদ বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নব ঘোষিত কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে তিনি আগামী দিনে স্টুডেন্ট কাউন্সিলের সকল ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবধরনের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এরপর তিনি কেক কেটে সংগঠনের অষ্টম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন।
সবশেষে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নাচ, গান সহ বিভিন্ন আয়োজনের সতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের অষ্টম বর্ষপূর্তিকে পালন করে।
বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এমএএম/এমএমএস