শুক্রবার (০১ নভেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান র্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম।
আটকরা হলেন- মানিক (৩০), শামীম (২৩), রেজাউল করিম (২৬), জুয়েল (২২) ও অপু (২৯)।
বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে কেরানীগঞ্জের কালিন্দী গেট ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকাতকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি চাকু, একটি স্টিল পাত বাট, পাঁচটি মোবাইলফোন জব্দ করা হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় তাদের নামে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এসআরএস