ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর 

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে সুমন মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। সুমন উপজেলার হরষপুর এলাকার সাদেক মিয়ার ছেলে।

স্থানীয় বাজারের মুরগি ব্যবসায়ী ছিলেন তিনি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইমরান আহমেদ বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ ট্রেন হরষপুর স্টেশনে পৌঁছে। কিছুক্ষণ পর ট্রেন ছাড়ার পর লাফ দিয়ে নামতে যান সুমন। এ সময় প্লাটফর্ম ও ট্রেনের মধ্যবর্তী স্থানে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এএসআই ইমরান আরও জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়না-তদন্ত ছাড়াই তারা মরদেহ দাফন করতে চান। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।