ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
তাড়াশে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুবেল হোসেন (২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলকি সড়কের বেড়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবলে উপজলোর তাড়াশ ইউনিয়নের দক্ষিণ মথুরাপুর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে।

তিনি বগুড়া হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ছুটিতে বাড়ি এসেছিলেন কনস্টেবল রুবেল। দুপুরে তিনি মোটরসাইকেলযোগে ঘুরতে বের হন। তাড়াশ-রানীরহাট আঞ্চলকি সড়কের বেড়াখালী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রুবেলসহ দুই মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত  উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।  

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।