ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেষ হলো শিক্ষার্থীদের নিয়ে আসকে’র ৩ দিনব্যাপী অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
শেষ হলো শিক্ষার্থীদের নিয়ে আসকে’র ৩ দিনব্যাপী অনুষ্ঠান

সাভার (ঢাকা): সাভারে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে তিন দিনব্যাপী ‘ন্যাশনাল লেভেল পারফরমেন্স ইভাল্যুয়েশন অ্যাওয়ার্ড-২০১৯’ এবং ‘বিনাদ সম্মেলন’ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে সাভারের খাগানের ব্র্যাক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

গত ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া তিন দিনের সম্মেলনে দেশের পাচঁটি জেলার (কুষ্টিয়া, ঝিনাইদহ, নওগাঁ, গাইবান্ধা ও কিশোরগঞ্জ) ২০টি বিদ্যালয় এবং সাভারের ১০টি বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি দেয়াল পত্রিকা প্রদর্শন কুইজ প্রতিযোগিতা শেষে ও বিজয়ীদের ভেতর পুরস্কার বিতরণ করা হয়।  
 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

এছাড়াও সুপ্রিম কোর্টে  হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মহাসচিব তাহমিনা রহমান ও জনপ্রিয় নাট্য অভিনেত্রী বন্যা মির্জা।

এ কার্যক্রম মূল উদ্দেশ্য হলো- প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবধিকার, আইন ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা। বাউল সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত রাখা। নেতৃত্ব বিকাশ সাধন করা।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।