শুক্রবার (১ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া-বগাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অঞ্জন মিয়া মোল্লাপাড়া-বগাদিয়া এলাকার মুসলিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান ওই প্রতিবন্ধী কিশোরী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তাকে (প্রতিবন্ধী কিশোরী) ধর্ষণ করে পাশের বাড়ির অঞ্জন নামে এক যুবক। ধর্ষণের পর অঞ্জন পালিয়ে গেলে বিষয়টি স্থানীয়রা জানতে পারে। এরপর ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে পুলিশ ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে দুপুরে ধর্ষক অঞ্জনকে আটকের পর থানায় নিয়ে যায়। কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে অঞ্জন মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ০৬১২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
জেআইএম