শুক্রবার (০১ নভেম্বর) বানারীপাড়া উপজেলা সদরের উত্তরপাড়া বাজারের মন্নান মৃধার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদ জানান, মন্নান মৃধার মাঠ এলাকায় জাকি (১৫) নামে এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় সে বাল্যবিয়ে রোধ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা জামাল সরদারকে ১ মাস এবং কনের ভাই রহিম সরদারকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন ও বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বানারীপাড়া উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদ।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/জেআইএম