ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বানারীপাড়ায় বাল্যবিয়ে বন্ধ, কনের বাবা ও ভাইয়ের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
বানারীপাড়ায় বাল্যবিয়ে বন্ধ, কনের বাবা ও ভাইয়ের জেল

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কনের বাবা ও ভাইকে পৃথক মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) বানারীপাড়া উপজেলা সদরের উত্তরপাড়া বাজারের মন্নান মৃধার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদ জানান, মন্নান মৃধার মাঠ এলাকায় জাকি (১৫) নামে এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় সে বাল্যবিয়ে রোধ করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবা জামাল সরদারকে ১ মাস এবং কনের ভাই রহিম সরদারকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন ও বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বানারীপাড়া উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, বানারীপাড়ার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আবদুল্লাহ সাদীদ।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।