আবেদন সূত্রে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কাটালী মীরপাড়া এলাকার মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন ছেলের চাকরি না হওয়ায় মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান না দিতে গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) এ আবেদন করেন তিনি।
আবেদনে মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন বলেন, আটোয়ারী উপজেলায় ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষায় তার ছেলে সাহিবুল ইসলাম আবেদন করেন।
শনিবার (২ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সলিম উদ্দিন বাংলানিউজকে জানান, ঘুষ দিতে পারিনি বলে ওরা আমার ছেলের চাকরি দেয়নি। যারা টাকা দিয়েছে তাদের চাকরি হয়েছে। তাই এ আবেদন করেছি।
পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) সাবিনা ইয়াসমিন বাংলানিউজকে জানান, ছেলের চাকরি হয়নি বলে একজন মুক্তিযোদ্ধা অনিয়মের অভিযোগ করেছেন। এ বিষয়ের প্রকৃত সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, নভেম্বর ০২, ২০১৯
এসএইচ